প্রকাশিত: Sun, Mar 10, 2024 12:06 PM
আপডেট: Tue, Jul 1, 2025 2:11 PM

[১]বাংলাদেশে গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি হয়েছে: ভি-ডেম প্রতিবেদন

সালেহ্ বিপ্লব: [২] সুইডেনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ভ্যারাইটিজ অব ডেমোক্রেসির (ভি-ডেম) এ বছরের প্রতিবেদনের শিরোনাম ‘ডেমোক্রেসি উইনিং অ্যান্ড লুজিং অ্যাট দ্য ব্যালট’  বা ‘নির্বাচনে গণতন্ত্রের জয়-পরাজয়। গত আট বছর ধরে বৈশ্বিক শাসনব্যবস্থা নিয়ে ‘গণতন্ত্র প্রতিবেদন’ প্রকাশ করে আসছে সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভি-ডেম ইনস্টিটিউট।

[৩] প্রতিবেদনে দেখানো হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চারটি সূচকে বাংলাদেশের স্কোর কমেছে।

[৩.১] লিবারেল ডেমোক্রেসি ইনডেক্সে ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬তম, স্কোর শূন্য দশমিক ১০। ২০২৩ সালের প্রতিবেদনে অবস্থান ছিল ১৪৭তম। অন্যদিকে, আগের চেয়ে স্কোর কমেছে শূন্য দশমিক ০১।

[৩.২] ইলেক্টোরাল ডেমোক্রেসি ইনডেক্সে বাংলাদেশের অবনতি হয়েছে। এবারের সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৩৬তম, স্কোর শূন্য দশমিক ২৫। গত বছর অবস্থান ছিলো ১৩১, স্কোর ছিলো শূন্য দশমিক ২৮।

[৩.৩] লিবারেল কম্পোনেন্ট ইনডেক্সে এবার বাংলাদেশের অবস্থান ১৫১তম, গতবার ছিলো ১৫৫। এবারের স্কোর শূন্য দশমিক ২২, গতবার ছিলো শূন্য দশমিক ২৪। অবস্থানগত উন্নতি হলেও স্কোরের দিক দিয়ে পিছিয়েছে বাংলাদেশ। 

[৩.৪] ইগলিট্যারিয়ান কম্পোনেন্ট ইনডেক্সে গতবার বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম, এবার ১৬৭। এবারের স্কোর শূন্য দশমিক ২৪, গতবার ছিলো শূন্য দশমিক ২৫।

[৩.৫] পার্টিসিপেটরি কম্পোনেন্ট ইনডেক্সে বাংলাদেশের এবারের অবস্থান ১৪৩তম, স্কোর শূন্য দশমিক ৩। গতবার একই স্কোর নিয়ে বাংলাদেশে ১৪২তম অবস্থানে ছিল। 

[৩.৬] ডেলিবারেটিভ কম্পোনেন্ট ইনডেক্সে বাংলাদেশ গতবারের তুলনায় ৩ ধাপ পিছিয়ে ১৪৮তম অবস্থানে এসেছে। অন্যদিকে স্কোর বেড়ে শূন্য দশমিক ৩০ হয়েছে, আগে যা ছিলো শূন্য দশমিক ২৯।

[৪] প্রতিবেদনে বলা হয়েছে, শাসনতান্ত্রিক দিক থেকে বাংলাদেশ আছে ইলেক্টোরাল অটোক্রেসি (নির্বাচনভিত্তিক স্বৈরতন্ত্র) বিভাগে। ২০২৩ সালের প্রতিবেদনেও এমনটাই ছিলো।

[৪.১] বাংলাদেশের পাশাপাশি ভারত ও পাকিস্তানও রয়েছে নির্বাচনভিত্তিক স্বৈরতন্ত্র বিভাগে। 

[৪.২] প্রতিবেদনের ভাষ্য, ভারতের গণতান্ত্রিক পরিস্থিতিরও অবনতি হয়েছে। উদার গণতান্ত্রিক সূচকে ভারতের অবস্থান ১০৪তম। নির্বাচনভিত্তিক গণতন্ত্রের সূচকে ১১০তম। উভয় ক্ষেত্রে ভারত পিছিয়েছে। 

[৪.৩] পিছিয়েছে পাকিস্তানও, উদার গণতান্ত্রিক সূচকে ১০৬তম অবস্থান থেকে ১১৯তম অবস্থানে নেমে গেছে। আর নির্বাচনভিত্তিক গণতন্ত্রের সূচকে ১১০তম অবস্থান থেকে নেমে গেছে ১১৮তম অবস্থানে।

[৫] ভি ডেমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ও মধ্য এশিয়া বর্তমান বিশ্বের সবচেয়ে স্বৈরতান্ত্রিক অঞ্চল। এই অঞ্চলের প্রতি ১০ জনের ৯ জন মানুষ নির্বাচনী স্বৈরতন্ত্রের দেশে বসবাস করেন।

[৬] উদার গণতান্ত্রিক সূচকে শীর্ষ তিনে রয়েছে ডেনমার্ক, সুইডেন ও এস্তোনিয়া। ডেনমার্ক ও সুইডেন গতবারও একই অবস্থানে ছিলো। গতবারের তৃতীয় হওয়া নরওয়েকে হটিয়ে সে স্থান দখল করেছেন এস্তোনিয়া। সম্পাদনা: ইকবাল খান